Variable
variable কে পাত্র / বক্স এর সাথে তুলনা করা যায়। একটি পাত্র / বক্স এর মধ্যে যেমন বিভিন্ন ধরনের বস্তু রাখা যায়, তেমনি variable এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের data রাখতে পারি। প্রতিটা programming language এরই নিজস্ব পদ্ধতি রয়েছে variable লিখার জন্য।
Variable লিখার নিয়ম
- $ sign দিয়ে শুরু করতে হবে
- $ sign এর পরে _ (underscore) কিংবা letter দিতে হবে। variable এর নাম কখনই number দিয়ে শুরু করা যাবে না।
- variable এর নাম হিসেবে letter, number & underscore ব্যবহার করা যাবে।
- variable case sensitive. অর্থাৎ $name & $NAME দুইটা আলাদা variable.
কিছু সঠিক variable এর উদাহরণঃ $name, $_age, $student1
কিছু ভুল variable এর উদাহরণঃ $-name, $2age $student-1
var_dump() & gettype()
একটি variable এর type & value একসাথে দেখার জন্য var_dump() আর শুধুমাত্র type জানার জন্য gettype() built-in function ব্যবহার করা হয়। var_dump() এর ক্ষেত্রে echo/print ব্যবহার করা লাগে না, তবে gettype() এর ক্ষেত্রে echo/print ব্যবহার করা লাগবে দেখানোর জন্য।
$age = 27;
var_dump($age);
// output: int(27)
echo gettype($age);
// output: integer