React JSPerformance OptimizationGetting Started

Performance optimization

একটা react application এর মধ্যে ছোট বড় অনেক component থাকে। আমরা যদি বড় component / যেগুলো render হতে অনেক সময় নিয়ে থাকে সেগুলো optimize করে দিই, তাহলে আমাদের application অনেক বেশি faster response করবে।

তবে সবসময় মনে রাখতে হবে, over optimization আমাদের application কে faster করার পরিবর্তে আরও বেশি slower করে দিতে পারে। তাই অবশ্যই শুধুমাত্র expensive functions, component, callback functions optimize করতে হবে। কেননা, optimization করার জন্য react যেসকল function & hook দিয়ে থাকে, সেগুলোও তো কিছু machanism use করে থাকে। তাই, এগুলোর যদি প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করি, Performance faster হওয়ার পরিবর্তে আরও slow হয়ে যাবে।