Installation
ReactNative এর প্রজেক্ট সেটআপ করার জন্য Expo
framework ব্যবহার করতে হবে। যদিও @react-native-community/cli
ব্যবহার করে প্রজেক্ট করা সম্ভব; কিন্তু environment setup জটিল এবং সবকিছুই raw করতে হবে যেটা Development process কে অনেক slow করে ফেলে। তাই সবথেকে সহজ এবং fast development এর জন্য Expo
framework ব্যবহার করবো।
Step 1
Nodejs install করা না থাকলে, ইন্সটল করা নিতে হবে। নিচের কমান্ড দিলেই expo project setup complete হয়ে যাবে।
pnpm create expo-app app-name
Step 2
এবার আমাদের বানানো app-name directory তে যেতে হবে এবং প্রজেক্ট run করতে হবে।
cd app-name && pnpm start
Step 3
Project run হবার পরে a
প্রেস করলে android, i
প্রেস করলে ios এবং w
প্রেস করলে web version run হবে। Simulator/Emulator/Real Device চালু করতে হবে। সেখানে Expo Go
app install করে নিতে হবে। Expo Go এর মাধ্যমেই আমাদের বানানো app কে run করতে হবে।
Additional Commands
Run app on android device
pnpm android
Run app on ios device
pnpm ios
Clear cache and run app
pnpm expo start -c