tsconfig.json file
এই ফাইলটিকে typescript প্রোজেক্ট এর heart হিসেবে ধরা হয়ে থাকে। এই ফাইলের মধ্যেই typescript এর সকল configuration রাখা থাকে।
“target”: “es2016”
target এর মাধ্যমে নির্ধারণ করা হয় কোন syntax এ typescript থেকে javascript এ compile হবে।
“module”: “commonjs”
এই অপশনটি নির্ধারণ করে কিভাবে TypeScript মডিউলগুলি JavaScript মডিউলে রূপান্তরিত হবে। “commonjs” মানে হল যে TypeScript মডিউলগুলি CommonJS ফরম্যাটে রূপান্তরিত হবে, যা Node.js এ ব্যবহৃত হয়। এটি require এবং module.exports সিনট্যাক্স ব্যবহার করে।
“outDir”: “dist”
compilled js files কোথায় save হবে সেটা ঠিক করা হয় এই configuration এর মাধ্যমে।